<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে লুইজা রোজোভা প্যারিসে বসবাস করছেন। পেশায় ডিজে এই নারী পুতিনের মেয়ে হিসেবে প্যাট্রোনিমিক নাম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভ্লাদিমিরোভনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যবহার করেন না। ২১ বছর বয়সী তরুণী লুইজা রোজোভা বা এলিজাভেটা ওলেগভনা রুডনোভা নামে পরিচিত।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লুইজার মা স্বেতলানা ক্রিভোনোগিখ একসময় পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তবে বর্তমানে তিনি মাল্টি-মিলিয়নেয়ার। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ৮৩ মিলিয়ন পাউন্ড। তার মালিকানায় মন্টে কার্লোর একাধিক বাড়ি, একটি প্রমোদতরি এবং রাশিয়ার প্রভাবশালী ব্যাংক রশিয়ার বোর্ডের সদস্যপদ রয়েছে। ফাঁস হওয়া প্যান্ডোরা পেপার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০০ সালে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে স্বেতলানার সম্পদ দ্রুত বাড়তে থাকে। প্রোঅ্যাক্ট নামে একটি স্বাধীন অনুসন্ধানী সংবাদ সংস্থা জানায়, পুতিন সেন্ট পিটার্সবার্গের মেয়র থাকার সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লুইজা রোজোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করতেন এবং নৃত্যের ভিডিও আপলোড করতেন। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর সমালোচনার মুখে তিনি তার অ্যাকাউন্ট বন্ধ করে দেন। অনলাইনে তাকে তীব্র ট্রোল করা হয়। তার পোস্টের কমেন্ট সেকশনে ইউক্রেনের পতাকা ইমোজি দিয়ে মন্তব্য করা হয়। তবে রোজোভা পুতিনের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। সূত্র :  এনডিটিভি</span></span></span></span></p>