<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীতে বর্ষা আক্তার বীথি (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার  বিকেল পৌনে ৪টার দিকে পূর্ব রামপুরার হাই স্কুল গলির একটি ভবনের তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে, বীথি রাজধানীর ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস করেছেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার সি ডি খান এলাকায়। মৃত শিক্ষার্থীর মামা আব্দুল মালেক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রামপুরার ওই ভবনে খালা নাসিমা বেগমের সঙ্গে বসবাস করত বীথি। দুপুরে নাসিমা আমাকে কল দিয়ে জানায়, বীথি ঘরের দরজা খুলছে না। পরে আমি ওই বাসায় গিয়ে পুলিশে খবর দিই। পুলিশ সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে বীথিকে মৃত অবস্থায় উদ্ধার করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>