<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১-এর এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করে কেএমপির গোয়েন্দা বিভাগ। খালিশপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত রফিউদ্দিন কেসিসির ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদের ভাই। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। মামলা দুটি চলতি বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></p> <p> </p>