সারা দেশের মধ্যে ১২ জেলায় সম্প্রতি ৯ জনকে ধর্ষণ এবং আরো পাঁচজনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এর মধ্যে বাগেরহাটে পৃথক স্থানে দুজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজার, মেহেরপুর, ঝিনাইদহ, জামালপুর, বাগেরহাট, ময়মনসিংহ ও নাটোরে ৯ জনকে ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সুনামগঞ্জ, সাভার, ফরিদপুর, বগুড়া ও বরগুনায় পাঁচজনকে ধর্ষণচেষ্টা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
লাড্ডু খাওয়ানোর ছলে শিশু ধর্ষণের অভিযোগ : বাগেরহাটের ফকিরহাটে সাড়ে তিন বছরের এক শিশু বৃদ্ধ ভিক্ষুকের লালসার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে গত শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। এর আগে গত বুধবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকার ভাড়া বাসায় ওই শিশুটি ধর্ষণের শিকার হয়।
অভিযুক্তকে গ্রেপ্তার করে গতকাল শনিবার বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ : নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টায় উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন মশিন্দা গ্রামের কামরুল ইসলাম (৪০) ও মনির হোসেন (৩২)। এ ঘটনায় গতকাল প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
পথশিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার : বরগুনায় এক পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোসলেম (৬৫) নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের নয়াকাটা এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মোসলেম বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা।
বাকপ্রতিবন্ধী নারী ও গৃহবধূকে ধর্ষণের অভিযোগ : ময়মনসিংহের ভালুকায় দফায় দফায় ধর্ষণে বাকপ্রতিবন্ধী নারী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার এবং এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভালুকা পৌরসভার কাঁঠালী ও উপজেলার ভরাডোবা এলাকায় ঘটনা দুটি ঘটেছে। ভালুকা মডেল থানায় পৃথক মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোজাদার গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টা : বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত রোজাদার গার্মেন্টসকর্মীকে (১৭) ধর্ষণচেষ্টা মামলার আসামি খায়রুল ইসলাম সরকারকে (৩৬) গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ মার্চ ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল ধুনট থানা থেকে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন। অভিযুক্ত আলকাছ তালুকদারকে (৬৩) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ : জামালপুর সদর উপজেলায় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরী অসুস্থ হয়ে পড়লে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত মো. লাল মিয়া (৫০) পেশায় অটোরিকশাচালক। ওই ঘটনার পর থেকেই লাল মিয়া পলাতক।
মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষণের অভিযোগ : ঝিনাইদহের শৈলকুপায় মেয়ের মায়ের সহায়তায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ করেছেন।
থানার ওসি মাসুম খান বলেন, ‘বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। এর পরও আমরা অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা : ফরিদপুরের মধুখালীতে গত শুক্রবার সকালে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৯ বছর বয়সী আল মামুন সোহাগকে আটক করে স্থানীয় জনতা মধুখালী থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখালী ইউনিয়নের স্বরূপপুর গ্রামে।
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার : মেহেরপুরের গাংনীতে ২০ বছর বয়সী বিবাহিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী উপজেলার করমদি গ্রামের অভিযুক্ত আশারুল ইসলামকে (৪৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন রাত ২টার দিকে ভিকটিম কারো স্পর্শ অনুভব করায় ঘুম ভেঙে যায়। মোবাইলের আলোতে তিনি দেখেন, বাবা আশারুল হক তাঁর বিছানায় বসে আছেন। এরপর আশারুল তাঁকে ধর্ষণ করেন।
ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার : মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নিউ সমনবাগ চা-বাগানের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা : সাভারের আশুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাজার মাদরাসার পাশে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা : সুনামগঞ্জের ছাতকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পিতার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।