<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করেছে দলীয় প্রতিপক্ষ। এ ঘটনায় মনিরুল রক্ষা পেলেও পরে উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারজন। বিএনপি সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল বিকেলে একটি জানাজা সেরে মোটরসাইকেলে ফিরছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে সদরের কাগজীপাড়া মসজিদের কাছে একটি প্রাইভেট কার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে খুলনা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মনিরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে তিনি কোনো রকমে রক্ষা পেলেও এ ঘটনার পরিপ্রেক্ষিতে মনিরুলের অনুসারীরা দল বেঁধে মোস্তফা কামালের বাড়িতে আক্রমণ করতে গেলে তাঁরা গুলিবিদ্ধ হন। কয়েকজনকে কোপানোও হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ ও আহত হয়েছেন হান্নান, মিন্টু, সাগরসহ কয়েকজন। এতে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহত মনিরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোস্তফা কামালই নিজে আমাকে গুলি করেছেন তিন দফা। আমি বেঁচে গেছি, কিন্তু আমার কর্মীদের পরে গুলি করে ও কুপিয়ে আহত করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>