<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় গতকাল বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইউপিডিএফের মুখপাত্র নিরণ চাকমা তাঁদের তিন কর্মীকে হত্যার জন্য প্রতিপক্ষ সংগঠনকে দায়ী করেছে। পুলিশও জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর আধিপত্য বিস্তারের জেরে এমন ঘটনা ঘটেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইউপিডিএফের এক বিবৃতিতে দাবি করা হয়, ১৩-১৪ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন নন্দ মনি চাকমার ছেলে মন্যা চাকমা ওরফে সিজন (৫০), কান চরণ ত্রিপুরার ছেলে খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) ও মৃত আলো রঞ্জন চাকমার ছেলে পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)। প্রথম জনের বাড়ি একই ইউনিয়নের চন্দ্রনাথপাড়ায়। অন্য দুজনের বাড়ি ভাইবোনছড়া ইউনিয়নের নতুন বাগান প্রকল্প এলাকায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম জানিয়েছেন, সেনাবাহিনীর সহায়তায় গতকাল মরদেহ তিনটি থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p>