<p>আবার ভাঙনের সুর চিরকুট ব্যান্ডে। গত বছর চিরকুটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন ইমন চৌধুরী। এবার দল ছাড়লেন ব্যান্ডটির আরেক গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। অবশেষে শেষ হলো এ ব্যান্ডের সঙ্গে তার নয় বছরের পথচলা।</p> <p>দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন নিরব তাদের সঙ্গে নেয়। তবে তার জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে ব্যান্ডে ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জানুয়ারিতেই দেশে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735018577-0653e6ebe86f9800c45cfeb7079271e3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জানুয়ারিতেই দেশে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460774" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুরের মূর্ছনায় বিপিএল রাঙালেন রাহাত ফাতেহ আলী খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735016786-6341c2c9dda746ddfe96b1003f51a6c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুরের মূর্ছনায় বিপিএল রাঙালেন রাহাত ফাতেহ আলী খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460769" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।</p> <p>এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে। তবে পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।</p>