<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে খালিস্তানপন্থী তিন যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। পুলিশের দাবি, গতকাল সোমবার উত্তর প্রদেশের পিলিভীত জেলায় বন্দুকযুদ্ধে তাঁরা নিহত হয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ আরো জানায়, চলতি মাসে পাঞ্জাব রাজ্যে একটি পুলিশ ফাঁড়িতে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল নিহতদের বিরুদ্ধে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিলিভীতের পুলিশ সুপার অবিনাশ পাণ্ডে জানান, পুলিশ কর্মকর্তারা সতর্ক করার পর নিহত ব্যক্তিদের ঘিরে ধরে। এ সময় প্রথমে তারা গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে। এতে দুই পক্ষের মধ্যে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুমুল গোলাগুলি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুরু হয়।  একসময় তিনজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অ্যাসল্ট রাইফেল, দুটি পিস্তল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঞ্জাব পুলিশপ্রধান গৌরব যাদব এক বিবৃতিতে বলেছেন, নিহত তিনজন খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাবে ১৯৮০-র দশকে এ আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে অনেক সহিংসতা হয়েছিল। মৃত্যু হয়েছিল হাজারো মানুষের। তবে সে সময় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযানের পর এ আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>