<p>২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। </p> <p>একটি  প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।</p> <p>সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। </p> <p>এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729746293-60a122379ea0cffc7e526358b3264253.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/24/1438603" target="_blank"> </a></div> </div> <p>আ ফ ম খালিদ হোসেন বলেন, হজের দুটি প্যাকেজের মধ্যে একটি হচ্ছে যারা পবিত্র কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে থাকবেন, তাদের জন্য প্যাকেজ-২। আর যারা কাবা শরিফের তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন, তাদের জন্য প্যাকেজ-১। দুটি প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমেছে।</p> <p>তিনি বলেন, গত বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৭ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হজের টাকা ফেরত নিয়ে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729457884-70bb8c88ff0a3d1fee354a9b48739fa7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হজের টাকা ফেরত নিয়ে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/21/1437426" target="_blank"> </a></div> </div> <p>আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে।</p>