<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকার নবাবগঞ্জে দোয়া মাহফিল ও মোনাজাত করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মাহফিল করা হয়। মোনাজাত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। এ সময় সাধারণ মানুষও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নেয়। মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার দিয়ে শুরগঞ্জ ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক। এ সময় বিজয় উল্লাসের নামে কারো বাড়িঘর ও স্থাপনা এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা ও বাড়িঘরে হামলা, ভাঙচুর না করার কঠোর নির্দেশনা দেন আবু আশফাক।</span></span></span></span></p>