<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুর শহরের প্রবেশ মুখ নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকাটি প্রতিদিন বিকেলে হাজারো চড়ুই পাখির কিচিরমিচির আর কলরবে মুখরিত হয়ে ওঠে। পাখিদের কলরবে ম্লান হয়ে যায় মানুষের কোলাহল। শহরের বাসস্ট্যান্ডে বকুল, বট, আমগাছসহ বিদ্যুতের বিভিন্ন তারে বিকেল হলেই ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসে। সন্ধ্যা যত ঘনিয়ে আসে, ততই পাখির আনাগোনা বাড়তে থাকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার এই চিত্র প্রতিদিনের। এলাকাটি পাখিদের নিরাপদ আবাস। বিকেল হলেই গাছের ডাল ও পাতার ফাঁকে ফাঁকে পাতার চেয়ে পাখিই বেশি দেখা যায়। বিদ্যুতের লাইন, ডিসলাইন, ইন্টারনেটের তার, টেলিফোনের তারসহ বিভিন্ন তারে সারি সারি করে বসে থাকে চুড়ই পাখি। যানবাহনের শব্দে ঘরমুখী মানুষ যখন ক্লান্ত, ঠিক তখনই ঝাঁক ঝাঁক পাখির এদিক-ওদিক ওড়াউড়ি দেখে থেমে যান পথচারীরা। সন্ধ্যা নামলেই পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে বাসস্ট্যান্ড এলাকাটি। পাখিদের এমন দুষ্টুমিতে একটুও অতিষ্ঠ হন না গাছগুলোর নিচে বসা দোকানিরা। উল্টো কেউ যেন পাখির কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে কড়া নজর থাকে তাঁদের। পাখিদের যাতে কেউ বিরক্ত না করে সে জন্য ছোট ছোট ফেস্টুন ঝুলিয়ে রেখেছেন তাঁরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান জানান, সারা দিন যখন পাখিগুলো থাকে না, তখন মনে হয় তাঁদের মাঝে কি যেন নেই। বিকেলে যখন পাখি ফিরে কিচিরমিচির শব্দ শুরু করে, তখন তাঁদের মন প্রশান্ত হয়ে যায়। তিনি আরো জানান, বাসযাত্রীরা জানালা খুলে পাখিদের দেখেন। পথচারীরা একসঙ্গে এত পাখি দেখে থমকে দাঁড়ান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ী রনি কুমার দাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক বছর ধরে পাখিগুলো দেখছি। প্রতিদিন বিকেলে বাসস্ট্যান্ড এলাকার বকুল, বট, আমগাছসহ ইলেকট্রিক বিভিন্ন তারে কমপক্ষে ১০ হাজার চড়ুই পাখি আসে। এদের কিচিরমিচির শব্দে মনটা ভরে যায়। অনেকে এসে পাখি দেখে দাঁড়িয়ে যান। তাঁরা ছবি তোলেন ও ভিডিও করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>