<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ফেরত প্রবাসী ফোরাম নামের একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামাবাদী। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত জুলাই মাসে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিবাদ হয়। এই প্রতিবাদের কারণে ১৮-১৯ জুলাই ৫৭ জন এবং ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত আরো ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়া দুই হাজার শ্রমিককে কোনো সাজা না দিয়ে আটক করে রাখা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম দফার ৫৭ জন প্রবাসী দেশে ফিরে আসেন। বাকিদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেশে ফেরত আনতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মুক্তির পাশাপাশি আমরা নো-এন্ট্রি তুলে দেওয়ার জন্য সরকারের সহযোগিতা চাই। প্রত্যেক প্রবাসীকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং ১০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি জানাচ্ছি। প্রবাসে আটককৃতদের মধ্যে যাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান, লাইসেন্স, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, সেসব দেশে নিয়ে আসার ব্যবস্থা নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>