<p>আমাদের আত্মসচেতন হতে হবে। আত্মসচেতনতাই জীবনে সফলতা বয়ে আনে। আর এর জন্য নিজেকে যত বেশি সম্ভব আত্মপ্রকাশ করতে হবে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিলনায়তনে এনএসইউ এইচআর ক্লাব আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। কর্মশালায় মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ।</p> <p>বক্তারা বলেন, ‘আমাদের ছাত্র আন্দোলনে কেউ অনেক বেশি কথা বলেছে, কেউ আবার বলেনি। যারা অনেক বেশি কথা বলেছে তারা আত্মসচেতন হয়েছে বলেই কথা বলেছে। আমাদের অনেক মানুষ খুব অল্প বয়সেই হতাশ হয়ে যায়। তার কারণ সে বোঝে না, সে কতটুকু যোগ্য। এর ফলে অনেকেই মনে করে সে তার যোগ্যতার মূল্যায়ন পাচ্ছে না। কিন্তু সে যতটুকু যোগ্য তাই সে পেয়ে থাকে। কিন্তু সেটা না বোঝার কারণে তাঁরা হতাশ হয়ে যায়।</p> <p>কর্মশালায় টেন মিনিট স্কুলের শিক্ষক সাদমান সাদিক বলেন, ‘আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা বিভিন্নভাবে এটা নিয়ন্ত্রণ করি। আমরা বুঝতে পারি না আমাদের পার্সোনালিটি কেমন বা আমরা এটি কিভাবে ঠিক করি। কিন্তু এটা আমাদের ঠিক করতে হবে।’</p> <p>এনএসইউ এইচআর ক্লাবের সভাপতি শেখ রিসাদ উল আরাবের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ডেইলি স্টারের প্রধান ব্যাবসায়িক কর্মকর্তা তাজদীন হাসান ও লেবি স্ট্রাসের মার্চেনডাইজার মো. সিহাবুজ্জামান।</p> <p> </p>