<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম ওয়াসায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে সিনিয়রদের ডিঙিয়ে দুজনকে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে। নিজের আত্মীয়দের পদোন্নতি দিতে গিয়ে জ্যেষ্ঠতার লঙ্ঘন করায় বঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ রয়েছে, সচিবের আপত্তি সত্ত্বেও একক ক্ষমতায় তাঁদের এই দায়িত্ব দিতে সুপারিশ করেন এমডি, যা ওয়াসার প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন কর্মকর্তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়াসার প্রবিধানমালা-২০২১ অনুযায়ী, রাজস্ব কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে অফিস তত্ত্বাবধায়ক, রাজস্ব তত্ত্বাবধায়ক বা হিসাবরক্ষক পদে ন্যূনতম সাত বছর চাকরি এবং সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ন্যূনতম ১০ বছর চাকরি হতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-১ শাখার ২০২৩ সালের ১৮ এপ্রিলের স্মারক অনুযায়ী, চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে পদোন্নতির জন্য প্রণীত জ্যেষ্ঠতাসংক্রান্ত গ্রেডেশন তালিকা যথাযথভাবে অনুসরণ করা এবং এ ক্ষেত্রে চাকরি সন্তোষজনক থাকলে জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান করা যাবে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়াসা সূত্রে জানা যায়, চলতি দায়িত্বপ্রাপ্ত মো. সালাহউদ্দিন ও আয়েশা হোসেনের চাকরির বয়স ছয় বছরেরও কম। এ ছাড়া চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানার কথা থাকলেও পদোন্নতির তালিকায় থাকা ১২ জনের মধ্যে ১১ ও ১২তম ব্যক্তিদের (আয়েশা, সালাহউদ্দিন) জন্য সুপারিশ করা হয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি দায়িত্বপ্রাপ্ত আয়েশা হোসেন ও মো. সালাহউদ্দিন বর্তমানে আছেন রাজস্ব তত্ত্বাবধায়ক পদে রয়েছেন। তাঁরা এমডির আত্মীয় বলে জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৫ আগস্ট ওয়াসা সচিব শাহিদা ফাতেমা চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে রাজস্ব তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন এবং আয়েশা হোসেনকে চলতি দায়িত্ব হিসেবে রাজস্ব কর্মকর্তার দায়িত্ব দিতে সুপারিশ করা হয়। যদিও এর আগে ২১ আগস্ট তিনিই (ওয়াসা সচিব) এক চিঠিতে তাঁদের চলতি দায়িত্ব দেওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এবং সচিব শাহিদা ফাতেমা চৌধুরীর মুঠোফোনে ফোন দিলেও তাঁরা রিসিভ করেনি।</span></span></span></span></p>