<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত অক্টোবর মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জনের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছে অন্তত ৮১৫ জন। গতকাল শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনটি বহুল প্রচারিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে প্রচারিত দুর্ঘটনার সংবাদ পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, গেল মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৩৪টি দুর্ঘটনায় ৫৭৫ জন নিহত ও ৮৭৫ জন আহত হয়েছে। এর মধ্যে রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত ও ২৪ জন আহত হয়। আর নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়। এখনো নিখোঁজ রয়েছে ৯ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে বলা হয়, মোট দুর্ঘটনার মধ্যে ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এটি মোট দুর্ঘটনার ৩০.৫৩ শতাংশ ও মৃত্যুর ৩৪.৩১ শতাংশ। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ২৩৯ জন, যা মোট আহতের ২৯.৩২ শতাংশ।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৩৮.২৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৩৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.৬২ শতাংশ সংযোগ সড়কে সংঘটিত হয়েছে। এ ছাড়া সারা দেশে মোট দুর্ঘটনার ৪.৫৬ শতাংশ ঢাকা মহানগরে, ১.৮৬ শতাংশ চট্টগ্রাম মহানগরে এবং ০.২৫ শতাংশ লেভেলক্রসিংয়ে হয়েছে।</span></span></span></span></span></p>