<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিকের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্তিতে গতকাল রবিবার শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তারা বলেন, তাজরীন ফ্যাশনস দুর্ঘটনার একযুগ হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা এখনো মানবেতর জীবন যাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ আজও নেওয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের শাস্তি এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। এ সময় তাজরীন ট্র্যাজেডিসহ সব দুর্ঘটনার বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদ কারখানা ও কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান বক্তারা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরণের জাতীয় মানদণ্ড তৈরি করা, পেশাগত কারণে রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপন, প্রতিটি শিল্প-কারখানায় শ্রমিক কল্যাণ তহবিল গঠন ও কার্যকর করা এবং শ্রমসংক্রান্ত আইন ও বিধি-বিধান লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান শ্রমিক নেতারা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিক সংগঠনের নেতারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পোশাক খাতে শ্রমিকদের জীবন এভাবে যেন ঝরে না যায়, সেদিকে যত্নবান হতে হবে। দোষীদের আইনের আওতায় আনলে পোশাক খাতে আর এমন দুর্ঘটনা ঘটত না। আমরা জানি, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীনের আগুনে পুড়ে ১১৭ জন নিহত এবং আহত হয়েছেন দুই শতাধিক শ্রমিক। তাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>