<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙামাটির বাঘাইছড়ির অবকাশ কেন্দ্র সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সাজেক থেকে ফেরার পথে হাউসপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রত্যেকেই পর্যটক। তারা ঢাকার সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রামে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বাকিদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাজেক থানার ওসি কনক সরকার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন।  সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন।</span></span></span></span></span></p>