<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৪ দেওয়া হয়েছে। তারা হলেন দাবা খেলায় বাংলাদেশের কিংবদন্তি রানী হামিদ, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী পারভীন হাসান, নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক এবং শ্রম অধিকার কর্মী ও আলোকচিত্রী তাসলিমা আখতার। গতকাল সোমবার বেগম রোকেয়া দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে রানী হামিদ বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার, পারভীন হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন ও সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য, শিরিন পারভিন হক নারীপক্ষের প্রতিষ্ঠাতা এবং তাসলিমা আখতার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পদক তাদের সাম্প্রতিক কোনো অর্জনের জন্য নয়। এটি তাদের সারা জীবনের কর্তব্যবোধ এবং অনুপ্রেরণার স্বীকৃতি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ক্ষণজন্মা মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার কর্ম ও আদর্শের মাধ্যমে নারী জাগরণের অগ্রদূত হিসেবে যুগে যুগে অমর হয়ে আছেন। এ সময় উপস্থিত ছিলেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, সহসাধারণ সম্পাদক রেবেকা নীলা, দপ্তর বিষয়ক সম্পাদক নাসরিন আকতার, মহিলা অঙ্গনের আহ্বায়ক নাদিরা ইয়াসমিন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংগঠক নুসরাত হক প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক প্রতিরোধ কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোকেয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন  মানবাধিকার নেত্রী শীপা হাফিজা, মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে রোকেয়া মেলা শুরু : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলা গতকাল শুরু হয়েছে। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার এবং নারীদের উন্নয়নমূলক প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে।</span></span></span></span></span></p>