<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী সড়ক অবরোধ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টার দিকে রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর ভদ্রা মোড়ে চৌরাস্তা অবরোধ করেন তাঁরা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নগরীর ভদ্রা এলাকায় যানজট তৈরি হয়। আন্দোলনকারীদের ভাষ্য, গত সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে। চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় পাঁচজনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।</span></span></span></span></p> <p> </p>