<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আজ বুধবার থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব মেডিক্যাল কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) গতকাল মঙ্গলবার এসংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের মেডিক্যাল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শেষ হয়েছে গত শুক্রবার। এবার আবেদন করছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৩০ হাজার ৮৮৭ জন বেশি। এতে মেডিক্যালে ভর্তি প্রতিযোগিতা আরো বাড়ল। গত বছর সরকারি মেডিক্যালে আসনপ্রতি লড়তে হয়েছিল ১৯ জনের। এবার বেড়ে হয়েছে ২৫ জন। অর্থাৎ প্রতি আসনে প্রতিযোগী বাড়ল ছয়জন।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন পাঁচ হাজার ৩৮০ শিক্ষার্থী। বেসরকারি মেডিক্যালের জন্য আসন রয়েছে ছয় হাজার ৩৪৮টি। আর্মি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে। সে হিসাবে সরকারি মেডিক্যালে ভর্তির জন্য আসনপ্রতি লড়বেন ২৫.১৪ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সেকেন্ড টাইম ভর্তীচ্ছুদের দুই পদ্ধতিতে ৩ ও ৬ নম্বর কর্তন করা হবে। </span></span></span></span></p>