ইসলামিক ফাউন্ডেশন গভর্নরের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইসলামিক ফাউন্ডেশন গভর্নরের দুঃখ প্রকাশ

জনগণের মধ্যে ভুল-বোঝাবুঝির আশঙ্কা তৈরি হওয়ায় নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ জানুয়ারি রাজধানীর আইইবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলন হয়। সম্মেলনে আমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিই।

আমার সেদিনের বক্তব্য বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে জনগণের মধ্যে ভুল-বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে। তিনি গত ২৪ জানুয়ারি সম্মেলনে বলেছিলেন, দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে...(কোরআনের আয়াত উল্লেখ করে) তাহলে কিসাসের কথা, খুনের পরিবর্তে খুনআল্লাহ কেন এই আয়াত নাজিল করল। আল্লাহ জানেন, তাঁর কিছু বান্দা আছে, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ।
এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নেই।

ওই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি কোরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করেছি। তা সত্ত্বেও আমার বক্তব্য কারো মনঃকষ্টের কারণ হয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ওএমএসের চাল ও আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন

শেয়ার
ওএমএসের চাল ও আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন
ওএমএসের চাল ও আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। গতকাল রাজধানীর আজিমপুর থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা
মন্তব্য

ই-ভিসা আবেদন সহজ করল থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ই-ভিসা আবেদন সহজ করল থাইল্যান্ড

বাংলাদেশিদের জন্য তিন ক্যাটাগরিতে ই-ভিসা আবেদন আরো সহজ করেছে থাইল্যান্ড। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, থাই ই-ভিসা আবেদনকারীদের জন্য উন্নত সেবা চালু করা হয়েছে। রবিবার থেকে তিন ক্যাটাগরিতে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

এতে আরো বলা হয়, কেমোথেরাপি, বড় অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা এবং হৃদরোগের মতো জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন এমন গুরুতর রোগীদের, সেই সঙ্গে জটিলতার সম্মুখীন বা প্রসবের অপেক্ষায় থাকা গর্ভবতী আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের থাই হাসপাতাল বা বাংলাদেশে অবস্থিত হাসপাতালের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জরুরি প্রয়োজনের কথা এবং দূতাবাসে তাদের অনুরোধ জানাতে পারেন।

মন্তব্য

বদলে গেছে কারা অধিদপ্তরের লোগো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বদলে গেছে কারা অধিদপ্তরের লোগো

বদলে গেছে কারা অধিদপ্তরের লোগো। তৈরি হয়েছে নতুন লোগো। এতে নৌকা প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন। কারা অধিদপ্তরের এআইজি জান্নাত-উল-ফরহাদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লোগো পরিবর্তন করা হয়েছে।

এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে। পুরনো লোগোতে দেখা যায়, দুই পাশে পাট পাতা, ওপরে শাপলা ও মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা। নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন দেওয়া হয়েছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

‘ফুলকপি’ প্রতীক বরাদ্দ পেল বিডিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘ফুলকপি’ প্রতীক বরাদ্দ পেল বিডিপি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দলটিকে ফুলকপি প্রতীক বরাদ্দ করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। গতকাল রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) এর গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ফুলকপি

নিবন্ধন নম্বর ৫৪। এর ফলে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংখ্যা বর্তমানে ৪৯-এ দাঁড়িয়েছে। ২০০৮ সালে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত ৫৩টি রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ