জনগণের মধ্যে ভুল-বোঝাবুঝির আশঙ্কা তৈরি হওয়ায় নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গত ২৪ জানুয়ারি রাজধানীর আইইবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলন হয়। সম্মেলনে আমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিই।
আমার সেদিনের বক্তব্য বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে জনগণের মধ্যে ভুল-বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে।’ তিনি গত ২৪ জানুয়ারি সম্মেলনে বলেছিলেন, ‘দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে...(কোরআনের আয়াত উল্লেখ করে) তাহলে কিসাসের কথা, খুনের পরিবর্তে খুন—আল্লাহ কেন এই আয়াত নাজিল করল। আল্লাহ জানেন, তাঁর কিছু বান্দা আছে, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নেই।’
ওই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করেছি। তা সত্ত্বেও আমার বক্তব্য কারো মনঃকষ্টের কারণ হয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।’