সাবেক এমপি পিনু খানের ছেলের জামিন স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এমপি পিনু খানের ছেলের জামিন স্থগিতই থাকছে

প্রায় এক দশক আগে রাজধানীর ইস্কাটনে গুলি চালিয়ে দুজনকে হত্যার মামলায় আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন স্থগিতই থাকছে। এ মামলায় ২০১৯ সালে রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন রনি। গত বছর ৫ নভেম্বর বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাঁকে এক বছরের জন্য জামিন দেন।

রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছর ১০ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেই জামিন স্থগিত করেছিলেন। সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেই স্থগিতাদেশ বহাল রেখে রনির আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
   ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চলন্ত বাসে ধর্ষণের ঘটনা সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস নামের বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্বরাস্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সাল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  তিনি বলেন, টাঙ্গাইলে পুলিশ সুপার থেকে এসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে। সেখানে একজন নারী যাত্রীর বক্তব্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

ভিডিও ক্লিপে দেখা যায়, নারী যাত্রী বলছেন, বাসটিতে ডাকাতির ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো ঘটনা  ঘটেনি। এতে দেখা যায়, নারী যাত্রী সাবলীলভাবেই তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন।

মন্তব্য

নারায়ণগঞ্জ তিন হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে পলক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জ তিন হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দুটি হত্যা, সদর থানায় একটি হত্যা এবং বিস্ফোরক আইনের মামলামোট তিনটি মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। আদালতে শুনানির সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতকে বলেন, ইন্টারনেট বন্ধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।

এটা আইনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ করেছিল। বরং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আমার সমর্থন ছিল। সেই সময় কেবিনেট সভায় এটা সংস্কার করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে আবুল হাসনাত সজল, শরিফ ও হাফেজ সোলায়মানকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

 

মন্তব্য

হাসিনার সাবেক মুখ্য সচিব আজাদ রিমান্ডে

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
হাসিনার সাবেক মুখ্য সচিব আজাদ রিমান্ডে

নাশকতার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আসামি আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক। ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা এবং গত ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার মামলায় গত ৪ ডিসেম্বর আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার মিছিলে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন এবং তদন্তের স্বার্থে পুলিশকে জিজ্ঞাসাবাদের সুযোগ দিতে রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য
সংক্ষিপ্ত

আনিসুল হকের ১৪০ কোটি টাকা জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আনিসুল হকের ১৪০ কোটি টাকা জব্দের আদেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৪০ কোটি ১৭ লাখ আট হাজার ৫০ টাকা রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে গত বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তিনি ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন করেছেন। অর্থের উৎস গোপন করে তা স্থানান্তর বা হস্তান্তর করায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ