শহীদ পরিবারকে এক কোটি টাকা দেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
শহীদ পরিবারকে এক কোটি টাকা দেওয়ার দাবি

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারকে এককালীন এক কোটি এবং আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারগুলোর একদল সদস্য।

গতকাল মঙ্গলবার শাহবাগে জাদুঘরের সামনে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে সরকারের যেকোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আহত এবং শহীদ পরিবারগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, রাষ্ট্রীয় খরচে দেশে-বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে আজীবন চিকিৎসার খরচ বহন করা, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া আহত ও শহীদ পরিবারগুলোর নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন, আহতদের পুনর্বাসনে গণ-অভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, চাকরির ব্যবস্থা করা এবং শহীদ পরিবারগুলোকে এককালীন এক কোটি ও আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সেনা সদস্যদের সতর্ক অবস্থান

শেয়ার
সেনা সদস্যদের সতর্ক অবস্থান
আব্দুল গনি রোডে গতকাল সাবেক বিডিআর সদস্যদের বিক্ষোভের সময় সচিবালয় গেটের সামনে সেনা সদস্যদের সতর্ক অবস্থান। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা

অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ মার্চ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ তারিখ ধার্য করেন। গতকাল দাখিলের তারিখ ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এরপর আদালত নতুন তারিখ ধার্য করেন।

২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ১৬ নভেম্বর আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য

শেখ হেলালের পিএস সোহেল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ হেলালের পিএস সোহেল রিমান্ডে

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে সোহেলের এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন সোহেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ।

এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

মন্তব্য

আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল বৈঠকের জন্য নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ