রেলওয়ের পূর্বাঞ্চলে নতুন সময়সূচিতে ট্রেন চলাচল আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কক্সবাজার, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে চলাচলকারী ১৫টি ট্রেনের ১০টির সময়সূচি পরিবর্তিত হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আন্ত নগর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার পরিবর্তে সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছাড়বে এবং ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় ছাড়বে। একই রুটে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল পৌনে ৫টার পরিবর্তে বিকেল ৫টায় ছাড়বে এবং ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, ১০ মার্চ থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। এতে কিছু ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। এ জন্য টিকিট বিক্রিও সেই হিসাবে করা হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, কয়েক বছর পর পর যাত্রীদের সুবিধার জন্য নতুন সময়সূচি করা হয়ে থাকে।
বিভিন্ন সময়ে কিছু নতুন স্টেশন চালু হয়েছে, আবার কিছু বন্ধও হয়ে গেছে। সব মিলিয়ে সমন্বয়ের মধ্য দিয়ে যাত্রীসেবার মানোন্নয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন সময়সূচি করা হয়েছে। নতুন সময়সূচিতে সুবর্ণ এক্সপ্রেসসহ পাঁচটি আন্ত নগর ট্রেনের চট্টগ্রাম থেকে যাত্রার সময় এগিয়ে আনা হয়েছে। আর যাত্রার সময় পিছিয়েছে সোনার বাংলাসহ পাঁচটি আন্ত নগর ট্রেনের। তবে সুবর্ণ ও সোনার বাংলা ট্রেন ঢাকা থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।