ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যা এবং সারা দেশে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন, মহানগরীর শুরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন। বক্তারা বলেন, ‘ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল।