ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ থেকে নামছেন কয়েকজন যাত্রী। গতকাল জয়দেবপুর জংশনে। ছবি : কালের কণ্ঠ
।সম্পর্কিত খবর

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
সংকটকালে কয়লাবাহী একটি জাহাজ ভিড়েছে
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

অবশেষে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা আরো একটি কয়লাবাহী জাহাজ গতকাল বৃহস্পতিবার বন্দরে ভিড়েছে। ডায়মন্ড ট্রেডার ম্যানিলা নামের জাহাজটি ৬৪ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল মাতারবাড়ী বন্দরের জেটিতে ভেড়ে। জাহাজটি ভিড়া মাত্রই দুপুর দেড়টা থেকে শুরু হয় কয়লা খালাসের কাজ। গত মাসের আলোচিত কাদামাটি ও ময়লা মেশানো কয়লা কেলেঙ্কারির পর তীব্র সংকটের মুখে কেন্দ্রটির উৎপাদন দুই সপ্তাহ ধরে সর্বনিম্নে এসে দাঁড়িয়েছিল।
তবে ডায়মন্ড ট্রেডার ম্যানিলা জাহাজটির কয়লাগুলো কী রকম, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুপুর থেকে খালাস শুরু হলেও জাহাজের উপরিভাগের কয়লাগুলো ভালো দেখা গেছে।
বাংলাদেশের মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট এবং ভারতের আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিংয়ের (সিঙ্গাপুরে নিবন্ধিত) ৬৩ হাজার টন কয়লা নিয়ে এমভি ওরিয়েন্ট অর্কিড নামের একটি জাহাজ গত ১৭ মার্চ বন্দরে ভিড়েছিল। জাহাজটি থেকে কয়লা খালাস করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান ইন্দোনেশিয়া থেকে আনা কয়লার চালানটি মাটি মেশানো।
বাকি ৪০ হাজার ৬৫০ টন মাটি মেশানো কয়লা নিয়ে এমভি ওরিয়েন্টকে বন্দরের বাইরে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন, কয়লাসংকটের কারণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমেছে। তবে গতকাল আরেকটি কয়লার চালান পৌঁছায় এবার উৎপাদন বাড়বে।

রবিবার আবার সংলাপ
সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বিএনপি
নিজস্ব প্রতিবেদক

সংস্কার কমিশনের দেওয়া সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে টানা ছয় ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী রবিবার আবারও সংস্কার ইস্যুতে সংলাপ হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
সংলাপের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।’ তিনি বলেন, ‘দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে।
প্রথম দিনের সংলাপ শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে ১৩১টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ৭০টি বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতিসহ সব বিষয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে।

শিক্ষাঙ্গন

বর্ণিল আয়োজনে বঙ্গাব্দ ১৪৩২-কে বরণ করে নিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। ১৩ থেকে ১৫ এপ্রিল তিন দিনের আয়োজনে বৈশাখী মেলার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের আয়োজনে সংগীত, নৃত্য ও নাটকের পরিবেশনা। পহেলা বৈশাখ সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সংবাদ বিজ্ঞপ্তি
।
সংযোগ
