<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ২১ মাস ধরে দেশের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রয়েছে দুটি কেবিন। তবে কোন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত, সে বিষয়ে কোনো উল্লেখ নেই। মাসের পর মাস কেবিন দুটি বন্ধ থাকায় রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চতুর্থ তলার দক্ষিণ পাশের কেবিন দুটি আগের মতোই বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কক্ষ দুটি খুলে দিয়ে রোগীদের সেবার মান বাড়ানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার সরেজমিনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চতুর্থ তলার দক্ষিণ পাশের দুটি কেবিন কক্ষের সামনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত কেবিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লেখা দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা, কেবিন দুটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নির্ধারিত ছিল। স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধনের পর শেখ হাসিনা একাধিকবার কোটালীপাড়ায় এলেও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত কেবিনে স্বাস্থ্যসেবা বা বিশ্রাম নিতে কখনো আসেননি। তবে কেন তাঁর জন্য এই নির্ধারিত কেবিন? এমন প্রশ্ন সাধারণ রোগীদের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ২০২৩ সালের ৭ জানুয়ারি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত কোটালীপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকেই স্বাস্থ্যকেন্দ্রে প্রধানমন্ত্রীর জন্য দুটি কেবিন কক্ষ নির্ধারণ করে রাখা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা কোটালীপাড়া উপজেলার কাজুলিয়া গ্রামের মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক বা বর্তমান কোনো প্রধানমন্ত্রীই স্বাস্থ্যসেবা নিতে এখানে কখনো আসবেন না। তাই এভাবে দুটি কেবিন কক্ষ নির্ধারণ করে রাখাটা মোটেও ঠিক হয়নি। আমরা দ্রুত কেবিন কক্ষ দুটি খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস বলেন, স্বাস্থ্য বিভাগের বিধান মতে, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এলাকায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের জন্য এ ধরনের কেবিন নির্ধারিত থাকে। সে অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আমাদের এখানে দুটি কেবিন কক্ষ নির্ধারিত ছিল। যেহেতু তিনি এখন প্রধানমন্ত্রী নেই, সে ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য সেবার আগামী সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। </span></span></p>