<p>গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।</p> <p>বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।</p> <p>এস এম জিলানী বলেন, ‘আমরা কারো ওপর নির্যাতন করব না। তবে আমাদের ওপর অন্যায়ভাবে যদি কেউ হামলা করে তাহলে আমরা তাদের ছেড়ে দেব না। বর্তমানে রাজনীতি হবে বৈষম্যবিরোধী। আগামীতে এ দেশে রাজনীতি হবে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত।’</p> <p>কান্দি ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মার্টিন জয় বারিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনাসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুব আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আ. হাকিম খলিফা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব খান, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হালদার বক্তব্য দেন। </p> <p>আলোচনাসভা শেষে নুরুল ইসলাম হাওলাদারকে সভাপতি ও নোমান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।</p>