<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবি এলএলএ অনুষদের ডিন অধ্যাপক আব্দুল লতিফ, সিএসই অনুষদের অধ্যাপক জামাল হোসেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর আবুল বাশার খান। অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে থেকে বক্তব্য দেন ডেপুটি রেজিস্ট্রার আবুবকর ছিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ প্রমুখ। সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরতে এবং পরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো অবস্থান তৈরি করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।</span></span></span></span></p>