<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর নগরীর ১০৭টি পূজামণ্ডপে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে নগরীর শিববাড়ী এলাকার শ্রীশ্রী ইন্দ্রশ্বরী শিবমন্দিরে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সভাপতি মো. শওকত হোসেন সরকার। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে নগরীর ১০৭টি পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে উপহার হিসেবে ১০ হাজার টাকা করে তুলে দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।</span></span></span></span></p>