<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে জানানো হয়, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এই আইন কর্মকর্তাকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশের মধ্য দিয়ে নাটোর জেলা জজ আদালত ছাড়াও জেলা ও দায়রা জজ আদালত নিয়োগাদেশ বাতিলক্রমে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন নিয়োগ দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>