<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে প্রশ্নের উত্তর লেখার অপরাধে রংপুরের কোতোয়ালি উপজেলা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ ও রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে তিনজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> টাঙ্গাইল : টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তার সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বুধবার ভোরে রংপুরের কোতোয়ালি উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান, হিমান্ত চন্দ্র রায় আপন, তুহিন মিয়া, এস এম আয়াত, জিহাদ আলী ও আব্দুল্লাহ। রাজশাহী : রাজশাহীতে অনুষ্ঠিত পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন তিন প্রতারক।  এ সময় পরীক্ষার হল থেকে তিন প্রতারককে আটক করে রাজশাহী জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন মিয়া, মো. রাকিব, তৌফিকুর রহমান।</span></span></span></span></p>