<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙামাটি পৌরসভার সামনের খেলার মাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন পৌর নাগরিকরা। গতকাল মঙ্গলবার সকালে পৌরবাসীর ব্যানারে পৌরসভার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন, গ্রিন কমিউনিটির সভাপতি আব্দুল আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার রবিউল আলম, রাঙামাটি জাসাসের সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, পৌরসভার এই খোলা স্থানটিতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। পৌরসভার প্রশাসক জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছেন। এ সময় তারা এই মাঠকে উন্মুক্ত রাখার দাবি জানান।</span></span></span></span></p>