<p>থাইল্যান্ডকে বিধ্বস্ত করে গতকাল প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। শুধু যুব পর্যায়ের নয়, যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। এশিয়ার কত নম্বর দল হিসেবে আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সুযোগ পেয়েছে তা আজ জানা গেছে।</p> <p>এশিয়ার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-২১ এশিয়ান কাপে চীনকে ৬-৩ ব্যবধানে হারিয়ে পঞ্চম হয় বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে না পারলেও তাই শেষটা জয় দিয়েই হলো বাংলাদেশের। ৬ ম্যাচে বাংলাদেশের ৩ জয়। আর ১ হারের বিপরীতে ড্র ২।</p> <p>গ্রুপ পর্বে চীনকে হারাতে না পারলেও স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখিয়ে ৩-১ করে বাংলাদেশ। এতে ৪-২ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ। ফিরতি কোয়ার্টারে অবশ্য এক গোল হজম করে বসে বাংলাদেশ। ৪-৩ ব্যবধানে চতুর্থ ও শেষ কোয়ার্টার খেলতে নেমে শুরুতেই গোল পায় বাংলাদেশ। শেষ দিকে আরেকটি গোল করে ৬-৩ ব্যবধানে জয় পায় যুবারা। অবশ্য এ ম্যাচে হারলেও ষষ্ঠ হয়ে বিশ্বকাপে খেলতে বাংলাদেশ।</p>