<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের মেডিসিন বিভাগের চিকিৎসক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে হাসপাতালকক্ষের দরজা আগলে নিজের সন্তানকে পড়াতে ব্যস্ত সময় পার করছেন বলে অভিযোগ করেছেন সাধারণ রোগীরা। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীর উপস্থিতি কানায় কানায় পূর্ণ। প্রতিটি বিভাগের চিকিৎসকের চেম্বারের সামনে রোগীর দীর্ঘ লাইন দেখে কর্তব্যরত সাংবাদিক ওই কক্ষে প্রবেশ করতেই অসদাচরণ করেন ডা. গিয়াস উদ্দিন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালে আগত সেবাগ্রহীতা একাধিক রোগী বলেন, সকাল ৮টা থেকে বসে আছি। তিনি (ডা. গিয়াস উদ্দিন) এসেছেন ১০টার পর। এসেই দরজা বন্ধ করে রেখেছেন। কেন দরজা বন্ধ করে রেখেছেন আমরা কিছুই বুঝতে পারিনি। পরে সাংবাদিক এসে ওই কক্ষে ঢুকে দেখেন ডাক্তার গিয়াস উদ্দিন আমাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে দরজা বন্ধ করে নিজের সন্তানকে পড়াচ্ছেন! </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ রয়েছে সকাল ৮টা থেকে নিজের প্রতিষ্ঠিত মাহি ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপি সেন্টারে রোগী দেখেন ডা. গিয়াস উদ্দিন। সকাল ১০টা পর্যন্ত নিজের ব্যক্তিগত হাসপাতালে রোগী দেখার পর যান কর্মস্থলে। সেখানে নিজের খেয়ালখুশিমতো রোগী দেখে দুপুর ১টা বাজার আগেই সরকারি হাসপাতাল ত্যাগ করেন। দুপুর ২টা থেকে আবারও নিজের ডায়াগনস্টিক সেন্টারে এক হাজার টাকা ফিতে রোগী দেখেন রাত ১০টা পর্যন্ত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালকক্ষে দরজা আগলে সন্তান পড়ানোর বিষয়ে জানতে চাইলে ডা. গিয়াস উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কী করব না করব, সেটা কি তোমার কাছ থেকে জেনে করতে হবে? আমার ওয়াইফও ডাক্তার। আমার সন্তানকে কি খালি বাসায় রেখে আসব নাকি?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতারের ফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।</span></span></span></span></p>