<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সরদার হাসান ইলিয়াছ তানিমের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। গত সোমবার ভুক্তভোগীর ছোট ভাই মো. রোকনুজ্জামান বাদী হয়ে রাজশাহী কোর্টে মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মো. রোকনুজ্জামান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী সরদার হাসান ইলিয়াছ তানিম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ২০১১ সালে ১৪ আগস্ট আনুমানিক দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের স্টোর রুম থেকে ককটেল উদ্ধারের সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী প্রশাসনের উপস্থিতিতে আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত আক্রমণ করে। আহত হওয়ার সময় তিনি স্থানীয় দৈনিক লাল গোলাপের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রোকনউজ্জামান আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন দেশে আইনের শাসন না থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। আমি মহামান্য আদালতের কাছে আমার ভাইয়াকে হত্যাচেষ্টাকারী ওই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>