<p>বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় একাধিক মামলার আসামি ফারুক হোসেনকে (৩৮) ছিনিয়ে নিয়েছে দলীয় কর্মী-সমর্থকরা। উপজেলার জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ফারুক হোসেন মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে ঘটনাটি ঘটে।</p> <p>স্থানীয়রা জানিয়েছে, শিবগঞ্জ থানার এএসআই তাহের সঙ্গীয় ফোর্সসহ ফারুক হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় আওয়ামী লীগ লোকজন হাতকড়াসহ তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।</p> <p>গতকাল শনিবার শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি। মোকামতলা বাজারে শিবগঞ্জ থানা ও মোকামতলা পুলিশ ফাঁড়ির ফোর্স ফারুককে গ্রেপ্তার করতে গেলে আওয়ামী লীগ দলীয় লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।</p>