কেন্দুয়ায় পল্লী বিদ্যুতের ছয় হাজার গ্রাহকের মিটার নষ্ট হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। মিটার রিডাররা ওই নষ্ট মিটারের মনগড়া রিডিং রিপোর্ট করে অস্বাভাবিক বিদ্যুতের বিল চাপিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রাহকরা।
গত বুধবার সকালে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসে গেলে তাঁরা জানান, আবাসিক ও সেচ শিল্প মিলে প্রায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন। বিদ্যুতের চাহিদা অনুযায়ী মিটারের সরবরাহ না থাকায় নতুন সংযোগ দেওয়া যাচ্ছে না।
বর্তমানে ছয় সহস্রাধিক মিটার নষ্ট রয়েছে। এখন যা সরবরাহ পাওয়া যাচ্ছে তা দিয়ে জরুরি, যেমন—সেচ ও শিল্প গ্রাহকের মিটার পরিবর্তন করে দেওয়া হচ্ছে। পাঁচ শতাধিক নতুন সংযোগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন গ্রাহকরা, কিন্তু মিটার সংকটে সংযোগ পাচ্ছেন না।
এ নিয়ে একাধিক গ্রাহকের সঙ্গে কথা হয়।
উপজেলার গণ্ডা গ্রামের শফিকুল ইসলাম জনি জানান, তাঁদের মিটারে আট-নয় মাস ধরে সমস্যা দেখা দিয়েছে। আগে বিল আসত চার-পাঁচ শত টাকা। যখন থেকে খারাপ, তখন বিল আসে ১২ শ থেকে ১৪ শ টাকা।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
’