ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক জীবিত নবজাতক (কন্যাশিশু) উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় লোকজন জানায়, ভুট্টাক্ষেতের পাশের মরিচক্ষেতে কাজ করছিলেন এক নারী শ্রমিক।