ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬
সংক্ষিপ্ত

ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীর ভিড়

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীর ভিড়
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে গত সোমবার ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  একই সঙ্গে হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা দেখতে ওই মাঠে হাজারও মানুষের ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।

অনুষ্ঠানে আসা বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ঘোড়ার দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। সব বয়সের মানুষ তা উপভোগ করে।

মন্তব্য

সম্পর্কিত খবর

দুই বোনকে ধর্ষণ থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
দুই বোনকে ধর্ষণ থানায় মামলা

নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় মামলা করেন। অভিযুক্তকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ও ২৫ মার্চ ওই দুই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ছোট বোন এবং ২৫ মার্চ বড় বোনকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধের মধ্যে একজনের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে।
তাদের শরীর ৫ থেকে ৭ শতাংশ পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।

মন্তব্য

খুলনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গুলিসহ আটক ২

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গুলিসহ আটক ২

খুলনায় দুদল সন্ত্রাসীর গুলিবিনিময়ের পর একটি শটগান, দুটি বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শটগানটি পুলিশের লুণ্ঠিত অস্ত্রের একটি বলে পুলিশের প্রাথমিক ধারণা। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। কেএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে হরিণটানা থানা এলাকার বাঙালবাড়ি এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে অস্ত্র পরীক্ষা করতে গিয়ে খাইরুল সরদার (২৭) নামের একজন হাতে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনার খবর পেয়ে খাইরুলকে আটক করে।
রাতে তাঁকে নিয়ে হরিণটানা এলাকায় অভিযানে অস্ত্র ব্যবসায়ী ফারুক হোসেনকে পুুলিশ আটক করে। পরে তাঁর রান্নাঘরে থাকা জ্বালানি কাঠের স্তূপ থেকে দুটি বিদেশি পিস্তল, তার বসতঘরের মধ্যে থাকা টিনের বাক্সে রাখা একটি শটগান, শটগানের সাত রাউন্ড কার্তুজ, পিস্তলের আট রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড এমটি কার্তুজ, একটি বড় রামদা উদ্ধার করা হয়।

মন্তব্য
পটুয়াখালী

ব্যারাকে ঝুলছিল কারারক্ষীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
ব্যারাকে ঝুলছিল কারারক্ষীর লাশ

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাজেদুর রহমানের বাড়ি শেরপুর জেলা শ্রীবরদী উপজেলায়। তাঁর বাবা সাইফুল ইসলামও একজন কারারক্ষী ছিলেন।

৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে বদলি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে যোগদান করেন।

জানা গেছে, গত বুধবার দুপুর ১২টায় সাজেদুর রহমানের ডিউটি শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় শেষ হয়। তবে ডিউটি শেষে তিনি বাসায় না ফেরায় তাঁর স্ত্রী ফাহিমা বেগম কারাগারে গিয়ে তাঁকে খুঁজতে শুরু করেন। পরে কারারক্ষীরা নিচতলার একটি ব্যারাকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাঁকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মেডিক্যাল অফিসার শুভ ওঁজা তাঁকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার মাহবুবুল আলম বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ