টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা দেখতে ওই মাঠে হাজারও মানুষের ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ।
সংক্ষিপ্ত
ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীর ভিড়
টাঙ্গাইল প্রতিনিধি

সম্পর্কিত খবর

দুই বোনকে ধর্ষণ থানায় মামলা
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় মামলা করেন। অভিযুক্তকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ও ২৫ মার্চ ওই দুই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত।

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়।

খুলনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গুলিসহ আটক ২
খুলনা অফিস

খুলনায় দুদল সন্ত্রাসীর গুলিবিনিময়ের পর একটি শটগান, দুটি বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শটগানটি পুলিশের লুণ্ঠিত অস্ত্রের একটি বলে পুলিশের প্রাথমিক ধারণা। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। কেএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।

পটুয়াখালী
ব্যারাকে ঝুলছিল কারারক্ষীর লাশ
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাজেদুর রহমানের বাড়ি শেরপুর জেলা শ্রীবরদী উপজেলায়। তাঁর বাবা সাইফুল ইসলামও একজন কারারক্ষী ছিলেন।
জানা গেছে, গত বুধবার দুপুর ১২টায় সাজেদুর রহমানের ডিউটি শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় শেষ হয়। তবে ডিউটি শেষে তিনি বাসায় না ফেরায় তাঁর স্ত্রী ফাহিমা বেগম কারাগারে গিয়ে তাঁকে খুঁজতে শুরু করেন। পরে কারারক্ষীরা নিচতলার একটি ব্যারাকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
জেল সুপার মাহবুবুল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা তদন্ত করছি।’