আমাকে নিয়ে পলিটিকস হয়েছে

  • গত নভেম্বরের শেষ দিকে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। এখন ব্যস্ত গান নিয়ে। পাশাপাশি বিএনপির রাজনীতিতেও সক্রিয়। রিজিয়া পারভীনের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
আমাকে নিয়ে পলিটিকস হয়েছে
রিজিয়া পারভীন ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকেও কালো তালিকাভুক্ত করা হয়েছিল। দেশের বাইরে থেকে কনসার্টের প্রস্তাব এলেও সেটা ষঢ়যন্ত্র করে রুখে দেওয়া হতো। এক প্রকার বাধ্য হয়ে দেশ ছেড়েছিলাম। তবে মায়া তো মাতৃভূমির জন্য সব সময়ই আছে।

ফলে ছয় মাস-সাত মাস পরপর দেশে ফিরতাম

 

কেমন আছেন?

ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত ১৬ বছর আমরা অনেক অবহেলা, নিপীড়নের মধ্যে ছিলাম। শিল্পী হিসেবে দেড় দশক বঞ্চিত হয়েছি। এটা কি মানা যায়? একজন শিল্পীর কণ্ঠ থেকে ১৬টা বছর কেড়ে নেওয়া কতটা অন্যায়, একবার ভাবুন! সব কিছুর শেষ আছে।

সেটা তো আমরা ৫ আগস্টেই দেখলাম।

 

গত বছর নভেম্বরে দেশে ফিরেছেন। কেমন লাগছে নতুন দেশ?

অবশ্যই ভালো লাগছে। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে, চলতে পারছে এটা তো অনেক বড় পাওয়া।

তবে হ্যাঁ, কিছু বিশৃঙ্খলা হচ্ছে। দেশে নির্বাচিত সরকার না থাকলে এমনটা হবেএটাই স্বাভাবিক। চুরি, ছিনতাই, খুন, রাহাজানি এসব বন্ধ করার জন্য দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। আমার বিশ্বাস, বর্তমান উপদেষ্টা পরিষদ সে বিষয়ে ভাবছে।

 

আশপাশে খুব হৈচৈ শুনতে পাচ্ছি।

আপনি কোনো সমাবেশে মনে হয়?

হ্যাঁ, আমি বিএনপির বর্ধিত সভার বৈঠকে আছি। বেশ কয়েকবার কল আসার কারণে ফোনটি রিসিভ করেছি রুম থেকে বেরিয়ে। কারণ আমার চারপাশে অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতা আছেন। তাঁদের সামনে ফোনে কথা বলাটা ঠিক হবে না।

বিএনপির সঙ্গে আপনার পথচলা দীর্ঘদিনের। এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন?

না, না। আমি নির্বাচনে অংশ নেব না। আমার এলাকায় অনেক যোগ্য ও সিনিয়র ব্যক্তি আছেন। তাঁদের জন্যই আমি কাজ করতে চাই। ১৬ বছর ধরে তাঁরাও রাজপথে লড়াই করেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন।

 

নিয়মিত টেলিভিশন ও রেডিওতে গান করছেন। গত ১৬ বছরে কী এই সুযোগ ছিল?

কিভাবে থাকবে বলেন? আমাকে তো একঘরে করে রাখা হয়েছিল। বিএনপিপন্থী হিসেবে যত সরকারি অনুষ্ঠান, এমনকি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকেও কালো তালিকাভুক্ত করা হয়েছিল। দেশের বাইরে থেকে কনসার্টের প্রস্তাব এলেও সেটা ষঢ়যন্ত্র করে রুখে দেওয়া হতো। এক প্রকার বাধ্য হয়ে দেশ ছেড়েছিলাম। তবে মায়া তো মাতৃভূমির জন্য সব সময়ই আছে। ফলে ছয় মাস-সাত মাস পরপর দেশে ফিরতাম।

 

একটা সময় চলচ্চিত্রের গানে আপনার কণ্ঠ মানেই হিট। পরবর্তী সময়ে আর পাওয়া গেল না কেন?

নব্বইয়ের দশকে আমার গাওয়া তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, প্রেমের নামে মিথ্যে বলো না কিংবা সবার জীবনে প্রেম আসে’—এমন অনেক গান শ্রোতারা লুফে নিয়েছিল। নির্মাতা ও সুরকারদের কাছে আমি খুব প্রিয় হয়ে উঠেছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম আমার ডাক কমে যাচ্ছে। আমাকে এড়িয়ে চলা হচ্ছে। কিছুটা অভিমান জাগল মনে। এতটা হিট গান দেওয়ার পরও কেন আমি আড়ালে পড়ে যাচ্ছি। এখন বুঝি, আমাকে নিয়ে পলিটিকস হয়েছে। একটা সিন্ডিকেট আমাকে দমিয়ে রেখেছিল।

 

অডিওতেও একচেটিয়া গান করেছেন। এখন তো সেখানেও পাওয়া যাচ্ছে না...

এবার পাবেন। আসলে কালো তালিকাভুক্ত একজন শিল্পীকে দিয়ে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান গান গাওয়াবে বলেন। সবারই তো মনে ভয় ছিল। গত ১৬ বছর বিগত সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ কাজ করলে নিশ্চয়ই দেখেছেন পরিণতি কী হয়েছে! এবার দেশে ফেরার পর থেকে কম্পানিগুলো আমার সঙ্গে যোগাযোগ করছে। তারা গান দিতে বলছে। আমিও গান তৈরি করছি।

 

এখন থেকে নিশ্চয়ই দেশে থাকবেন?

অবশ্যই থাকব। এখন আমার দেশ স্বাধীন, এখন কেউ আমাকে গান গাইতে বাধা দেবে না। এই দেশে আমার জন্ম, এই দেশে বেড়ে উঠেছি। এই দেশেই আমার শ্রোতারা আছে। তাদের রেখে আর আমি দেশের বাইরে থাকতে চাই না। হয়তো দু-একবার কনসার্ট করতে যাব। সেটা কয়েক দিনের জন্য, আবার ফিরে আসব।

 

আগামী নিয়ে আপনার ভাবনা কী?

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন, সেই বাংলাদেশের পরিপূর্ণতা দেখতে চাই। দেশের জনগণ এবারের নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করবে। কারণ দেশ গঠনে বিএনপির পরিপূরক আর কোনো দল নেই। সেই সঙ্গে সাংস্কৃতি অঙ্গনও হবে রাহুমুক্ত। সবাই সবার মতো কাজ করতে পারবেএমন পরিবেশ চাই।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ইত্যাদি’তে বাবুর ব্যতিক্রমী সংগীত

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘ইত্যাদি’তে বাবুর ব্যতিক্রমী সংগীত

মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন ও সংসারের ঘানি টানতে টানতে অতিষ্ঠ জীবন নিয়ে এবারের ইত্যাদিতে গান গেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গানটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপার মাহমুদুল হাসান। চমৎকার চারটি বক্তব্য নিয়ে এবারের এই মিউজিক্যাল ড্রামা দর্শকদের ভালো লাগবে বলে মনে করেন বাবু। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি গ্রন্থনা, রচনা ও পরিচালনায় যথারীতি হানিফ সংকেত।

 

 

মন্তব্য
অন্তর্জাল

খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার

শেয়ার
খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার
‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ জিৎ

২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরাজ পাণ্ডের প্রশংসিত সিরিজ খাকি : দ্য বিহার চ্যাপ্টার। তিন বছর পর নতুন অধ্যায় নিয়ে এলেন নির্মাতা। আজ নেটফ্লিক্সে এসেছে খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার। কলকাতার সন্ত্রাস দমনে দায়িত্ব পায় পুলিশ অফিসার অর্জুন মৈত্র।

নানা প্রতিকূলতা মোকাবেলা করে শহরকে নিরাপদ করতে চায় সে। অভিনয়ে আছেন প্রসেনজিত্ চ্যাটার্জি, জিত্, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

তুমি শুধু তুমি

শেয়ার
তুমি শুধু তুমি
শাবনূর ও রিয়াজ

অভিনয়ে শাবনূর, রিয়াজ, অমিত হাসান। পরিচালনা আবিদ হাসান বাদল। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সাগর ছবি আঁকে।

একদিন গ্রামে ছবি আঁকতে গিয়ে নূপুরকে দেখে। ভালো লেগে যায় সাগরের। সেই ভালো লাগা নিয়েই ফেরে শহরে। এরই মধ্যে সাগরের একমাত্র বন্ধু বিজয় পড়াশোনা শেষে দেশে ফেরে।
ব্যবসার কাজে নূপুরদের গ্রামে যায়। সেও প্রেমে পড়ে নূপুরের। শহর থেকে সাগরকে ডেকে নেয় নূপুরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। সাগর গিয়ে দেখে আর কেউ নয়, তার বন্ধু ভালোবাসে নূপুরকেই।
ঘটনা মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

আফ্রিকাস ঘোস্ট রিপোর্টারস

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন আফ্রিকাস ঘোস্ট রিপোর্টারস। আফ্রিকার বেশ কিছু দেশে রাজনৈতিক প্রপাগাণ্ডা ছড়ানোর জন্য ভুয়া সাংবাদিকতা একটি হাতিয়ার হয়ে উঠেছে। এর রহস্য উদঘাটন করেছে আল জাজিরার অনুসন্ধানী টিম।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ