কেটি পেরির নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরেকটি বিশেষণ—মহাকাশচারী। হ্যাঁ, মহাকাশে যাচ্ছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। জেফ বেজসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে চড়ে একটি মিশনে যাবেন তিনি। সফরে তাঁর সঙ্গে থাকবেন আরো পাঁচ নারী—জেফ বেজসের বাগ্দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, নাসার সাবেক বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।