ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

টেনশন চাপা দিয়ে বাংলাদেশের শুরু

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
টেনশন চাপা দিয়ে বাংলাদেশের শুরু
ছবি : মীর ফরিদ

সময় ফুরাচ্ছে আর ডাগআউটে বাংলাদেশের টেনশন স্পষ্ট হয়ে উঠছিল। কোচ সাইফুল বারী বারবার ঘড়ি দেখছিলেন। অন্যরাও ক্ষণে ক্ষণে উঠে দাঁড়াচ্ছিলেন, সুযোগ মিসে আহাজারি করছিলেন। পুরো কোচিং স্টাফের

অন্তরাত্মা যেন কেঁপে উঠেছিল।

শেষ পর্যন্ত ৬৭ মিনিটে মান্নাফ রাব্বি গোল করে সেই কাঁপাকাঁপি থামিয়ে পথে রেখেছে বাংলাদেশকে। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে কাল স্বাগতিকরা শুভ সূচনা করেছে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচ শুরু করেছিল প্রচণ্ড গতিতে। শ্রীলঙ্কার ডিফেন্সে হানা দিয়ে দ্রুত গোল বের করে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা।

চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছিল রক্ষণাত্মক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে ঠেকে। আবার বাংলাদেশি যুবারাও অতি উত্তেজনার বশে দু-তিনটি পাসের

পরই পজেশন হারিয়েছে। বক্সের ওপরে ওয়ান-টু খেলে ডিফেন্স ভাঙার কোনো চেষ্টাই হয়নি। বরং বেশি হয়েছে একা খেলা, বল পায়ে গেলেই যে যাঁর মতো ড্রিবল করেছেন, তাতে যেন নিজস্ব সুনাম বাড়বে।

এই করতে করতেই নিষ্ফলা কেটেছে প্রথমার্ধ আর বাড়িয়েছে উৎকণ্ঠা। বলার মতো সুযোগ পায় ২০ মিনিটে, বাঁ দিক থেকে রোহিতের ক্রসে প্রথমে মান্নাফ রাব্বির হেড এবং পরে ইব্রাহিমের হেড দুর্দান্ত ঠেকিয়েছেন লঙ্কান গোলরক্ষক রিয়াসত। ৩৩ মিনিটে একটা হাফচান্স মতো ছিল সাদ উদ্দীনের বাড়ানো বলে।

বিরতি থেকে বিল্ডআপে একটু উন্নতি হয়, তাতে শ্রীলঙ্কার পাঁচ ডিফেন্ডারের চ্যালেঞ্জ বেড়ে যায়। ৪৯ মিনিটে রোহিতের জোরালো শট ডিফেন্স ভেদ করলেও পরাস্ত করতে পারেনি লঙ্কান গোলরক্ষককে।

বিকেএসপির এই তরুণের পায়ে যে ভালো শট আছে, তা দেখা গেছে নেপালের সাফ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। সেখানেও তিনি দুটি গোল করেছিলেন। ৬৭ মিনিটে আরেকবার রোহিত সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি শট নিতে ব্যর্থ হলেও মান্নাফ রাব্বি ডান পায়ের আড়াআড়ি শটে বল লঙ্কান জালে জড়িয়ে দিয়ে স্বাগতিকদের টেনশনমুক্ত করেছেন। এরপর শ্রীলঙ্কা খোলস ছেড়ে আক্রমণে ওঠার চেষ্টা করে এবং তাতে বাংলাদেশ ফরোয়ার্ডদের খেলা আরেকটু সহজ হয়। এর পরও অবশ্য স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে ৮৩ মিনিটে ইব্রাহিমের শট হাতে ঠেকিয়ে লঙ্কান অধিনায়ক ধানুশকা পেনাল্টির সুযোগ করে দিয়েছেন। মাসুক মিয়ার পেনাল্টি গোলে ২-০ গোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয় নিশ্চিত হয়। শুভ সূচনা হয়েছে স্বাগতিকদের। দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তান ৭-০ গোলে হারিয়েছে ভুটানকে।

বাংলাদেশ : আনিসুর, ইমন, বাদশা, বিশ্বনাথন, মাশুক, রোহিত (অনীক), বাপ্পি, রাব্বি (বিপলু), ইব্রাহিম, সাদ উদ্দীন (সারোয়ার জামান) ও সজীব।

মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ