সময় ফুরাচ্ছে আর ডাগআউটে বাংলাদেশের টেনশন স্পষ্ট হয়ে উঠছিল। কোচ সাইফুল বারী বারবার ঘড়ি দেখছিলেন। অন্যরাও ক্ষণে ক্ষণে উঠে দাঁড়াচ্ছিলেন, সুযোগ মিসে আহাজারি করছিলেন। পুরো কোচিং স্টাফের
অন্তরাত্মা যেন কেঁপে উঠেছিল।
সময় ফুরাচ্ছে আর ডাগআউটে বাংলাদেশের টেনশন স্পষ্ট হয়ে উঠছিল। কোচ সাইফুল বারী বারবার ঘড়ি দেখছিলেন। অন্যরাও ক্ষণে ক্ষণে উঠে দাঁড়াচ্ছিলেন, সুযোগ মিসে আহাজারি করছিলেন। পুরো কোচিং স্টাফের
অন্তরাত্মা যেন কেঁপে উঠেছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচ শুরু করেছিল প্রচণ্ড গতিতে। শ্রীলঙ্কার ডিফেন্সে হানা দিয়ে দ্রুত গোল বের করে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা।
পরই পজেশন হারিয়েছে। বক্সের ওপরে ওয়ান-টু খেলে ডিফেন্স ভাঙার কোনো চেষ্টাই হয়নি। বরং বেশি হয়েছে একা খেলা, বল পায়ে গেলেই যে যাঁর মতো ড্রিবল করেছেন, তাতে যেন নিজস্ব সুনাম বাড়বে।
বিরতি থেকে বিল্ডআপে একটু উন্নতি হয়, তাতে শ্রীলঙ্কার পাঁচ ডিফেন্ডারের চ্যালেঞ্জ বেড়ে যায়। ৪৯ মিনিটে রোহিতের জোরালো শট ডিফেন্স ভেদ করলেও পরাস্ত করতে পারেনি লঙ্কান গোলরক্ষককে।
বাংলাদেশ : আনিসুর, ইমন, বাদশা, বিশ্বনাথন, মাশুক, রোহিত (অনীক), বাপ্পি, রাব্বি (বিপলু), ইব্রাহিম, সাদ উদ্দীন (সারোয়ার জামান) ও সজীব।
ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।
ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।