<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দিন ধরেই ঘরের মাঠকে দুর্গ বানিয়ে ফেলেছে ভারত। সেটা যেকোনো ফরম্যাটে। সেই ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশার কথাই শুনিয়েছেন রিশাদ হোসেন। অল্প দিনে টি-টোয়েন্টি দলে নিজেকে অপরিহার্য করে তুলেছেন এই লেগ স্পিনার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিশাদ পাদপ্রদীপের আলোতে আসেন অবশ্য সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সাত ম্যাচে ১৪ উইকেট নিয়ে চর্তুদিকে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন।জুনে হওয়া বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে রিশাদের আর মাঠে নামা হয়নি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিরতি থেকে বের হবেন। সফরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন টি-টোয়েন্টি দলের সম্ভাব্য ক্রিকেটাররা। গতকাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলার সময় ভারত সিরিজ নিয়ে নিজের ভাবনা জানান রিশাদ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত সব সময় ভালো দল। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক নম্বর দল ওরা। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে আসব। প্রস্তুতিও ওভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না যে সিরিজ জিততে পারব না। আমরা সিরিজ জিতে আসব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রস্তুতি নিয়ে রিশাদ বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা অনুশীলন করছি। উইকেট তো আমাদের হাতে নেই (ভারতে কেমন উইকেট হবে)। যে পরিস্থিতি বা উইকেট আসুক, আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে এবং পারফরম করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>