<p>ক্রীড়া প্রতিবেদক : মুঠোফোনে একের পর এক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন রাজিন সালেহ। অনেকে ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছেন তাকে। এর মধ্যে সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়রের একটি ফোনকল পেলেন তিনি। একসময়ের সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে এনামুল বললেন, ‘আমরা এত দিন চেষ্টা করেছি কিন্তু পারিনি, প্রায় ২০ বছরের মতো। এবার তুমি কোচ হিসেবে এটি করে দেখালে।’</p> <p><img alt="এনামুল " height="264" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-14-2024-11-27-02a.jpg" style="float:left" width="122" />১৯৯৯-২০০০ সালে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার পরের বছর সিলেটের হয়ে অভিষেক হয় এনামুল-রাজিনের। ১৮ বছর প্রচেষ্টার পরেও নিজ বিভাগকে শিরোপা জেতাতে পারেননি রাজিন। এনামুল চেষ্টা করেছিলেন আরো বেশি, ২২ বছর। এনসিএলের আগের ২৫টি আসরে শুধু ‘চেষ্টায়’ থামতে হয়েছে সিলেটকে। অবশেষে সেই অপেক্ষা ফুরাল দলটির। ক্রিকেটার হিসেবে না পারলেও হেড কোচের দায়িত্ব নিয়ে সিলেটকে শিরোপা জিতিয়েছেন রাজিন। সেটিও টুর্নামেন্টের এক রাউন্ড বাকি থাকতে।</p> <p>ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন শেষেই শিরোপা জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় সিলেটের। গতকাল শেষ দিনে বরিশালের বিপক্ষে দলটির জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৫ রানের। ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় সিলেট। এরপর রংপুর বিভাগ ঢাকা মহানগরের বিপক্ষে ড্র করলে শিরোপা জয় নিশ্চিত হয় রাজিনদের। সেটিও ঘরের মাঠে। উচ্ছ্বসিত রাজিন তাই বলছিলেন, ‘আমার ছয় বছরের কোচিং ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছি। তার মধ্যে এটি অবশ্যই আমার সেরা সাফল্য।’</p> <p>জাতীয় দলের ব্যস্ততা ও চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে সিলেট জাকের আলী, জাকির হাসান, এবাদত হোসেনদের মতো তারকা খেলোয়াড়দের পায়নি। রাজিন তাই বাড়তি চ্যালেঞ্জও অনুভব করছিলেন, ‘অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সব দল সাত-আটজন ব্যাটার খেলিয়েছে। আমরা পাঁচ-ছয় জনের বেশি খেলাতে পারিনি। ঝুঁকি তো ছিলই, তবে সবাই তাদের সর্বোচ্চটুকু দিতে পেরেছে।’</p> <p>টুর্নামেন্টের বাকি সাত দলের তুলনায় নিজেদের মধ্যম সারির দাবি করলেও লিগ শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল বলেই জানালেন রাজিন, ‘মৌসুম শুরুর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম—হয় চ্যামিপয়ন হব, নয়তো সবার নিচে থাকব। মাঝামাঝি অবস্থানে থাকব না। কোচ হিসেবে আমি নিজেও অনেক কিছু শিখেছি। মধ্যম সারির একটি দলকে আত্মবিশ্বাসী করা, তাদের কাছ থেকে পারফরম্যান্স আদায় করা সহজ ছিল না।’ রাজিনের কঠিন সেই কাজটিই সহজ করেছেন তার খেলোয়াড়রা। ২৫ বছরের অপেক্ষারও তাই অবসান হয়েছে সিলেটের।</p>