ক্রীড়া প্রতিবেদক : আবাহনী ও রহমতগঞ্জের কাছে হেরে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে মোহামেডান বিদায় নিয়েছে আগেই। আবাহনী-রহমতগঞ্জের মুখোমুখি লড়াই এখনো বাকি। সেটিই হতে যাচ্ছে গ্রুপসেরা নির্ধারণী। গতকাল ফকিরেরপুল ইয়াংমেন্সকে ৩-০ গোলে হারিয়ে আবাহনী এবং চট্টগ্রাম আবাহনীকে একই ব্যবধানে হারিয়ে সেই লড়াইয়ের মহড়া দিয়েছে রহমতগঞ্জ।
গ্রুপসেরার লড়াইয়ে আবাহনী-রহমতগঞ্জ

এবারের ফেডারেশন কাপে গ্রুপসেরা হওয়ার মূল্য অনেক বেশি। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি খেলবে কোয়ালিফায়ার, যে ম্যাচ জিতে তারা ফাইনালে উঠে যেতে পারে। গ্রুপ রানার্স আপ দুই দলকে খেলতে হবে এলিমিনেটর। লিগে একবার মুখোমুখি দেখায় রহমতগঞ্জকে অবশ্য হারিয়েছে আবাহনী।
রহমতগঞ্জের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর রক্ষণও ছিল ছন্নছাড়া। ৩২ মিনিটে বক্সের ভেতর কয়েকজনকে কাটিয়ে গোল করেছেন মোস্তফা কাহরাবা। স্যামুয়েল বোয়াটেং ও মোহাম্মেদ তোহা করেছেন পরের দুটি গোল।
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।