ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

নাজমুলের সেঞ্চুরিতে আবাহনীর জয়

  • ডিপিএলের ষষ্ঠ রাউন্ডে এসে সেই কাঙ্ক্ষিত রানের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল তাঁর ১০১ রানের দারুণ এক সেঞ্চুরিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতেছে আবাহনী।
শেয়ার
নাজমুলের সেঞ্চুরিতে আবাহনীর জয়
লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০১ রান করার পথে নাজমুল হোসেন।ছবি : সংগৃহীত

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/19-03-2025/2/kalerkantho-sp-1a.jpgক্রীড়া প্রতিবেদক : ব্যাটে বড় রানের দেখা নেই অনেক দিন হলো। রানের চাপ তাই ক্রমাগত বাড়ছিল। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে এসে সেই কাঙ্ক্ষিত রানের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল তাঁর ১০১ রানের দারুণ এক সেঞ্চুরিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতেছে আবাহনী।

দুই তারকাখচিত দলের ম্যাচ নিয়ে এমনিতে বেশ আলোচনা ছিল। সেই লড়াইয়ে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা আবাহনী নিজেদের শেষ পাঁচ ম্যাচই জিতেছে। রানরেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে আবাহনীর ঠিক পরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সও কাল দারুণ এক জয় পেয়েছে।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মোহামেডানকে তারা হারিয়েছে ৬৫ রানে। অপরাজিত ১৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এনামুল হক। আরেক ম্যাচে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়ে জয়ে ফিরেছে প্রাইম ব্যাংক।  

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ-আবাহনী : রূপগঞ্জ : ৫০ ওভারে ২৯২/৬ (সাইফ ৬৭, মাহমুদুল ৫৮;

মোসাদ্দেক ২/৫৭, নাহিদ ২/৭১)।

আবাহনী : ৪৮.৪ ওভারে ২৯৩/৬ (নাজমুল ১০১, জিসান ৪৩; শেখ মেহেদী ২/৫৩, শরিফুল ২/৩৭)। ফল : আবাহনী ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : নাজমুল হোসেন শান্ত।

গাজী গ্রুপ ক্রিকেটার্স-মোহামেডান : গাজী গ্রুপ : ৫০ ওভারে ৩৩৬/৫ (এনামুল ১৪৯*, তোফায়েল ৬৩, সাদিকুর ৬০; তাসকিন ১০৭/৩)। মোহামেডান : ৪৮.১ ওভারে ২৭১ (রনি ৭৪, মুশফিকুর ৪৯, তামিম ৪৮; আবদুল গাফফার ৪/৫৯, আবু হাসিম ২/৩৬)।

ফল : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬৫ রানে জয়ী। ম্যাচসেরা : এনামুল হক বিজয়।

প্রাইম ব্যাংক-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব : প্রাইম ব্যাংক : ৫০ ওভারে ৩০৮/৫ (জাকির ৬৪, ইরফান ৫৬*; মঈন ৩/৪৬)। ধানমণ্ডি : ৪৯.৫ ওভারে ২৫৩ (ফজলে ৭৯, শামীম ৬২*; হাসান ৩/৩৮, আরাফাত ৩/৪৫) ফল : প্রাইম ব্যাংক ৫৫ রানে জয়ী। ম্যাচসেরা : শামীম হোসেন পাটোয়ারী।

মন্তব্য

সম্পর্কিত খবর

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান

সরাসরি, বিকেল ৪টা

চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫

স্পেন-নেদারল্যান্ডস

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩

পর্তুগাল-ডেনমার্ক

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

ফ্রান্স-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিকেএসপিরই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বিকেএসপিরই শিরোপা
ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব বিকেএসপির মেয়েদের। ছবি : সংগৃহীত

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।

তবে কিশোরগঞ্জ এদিন লড়াই করেছে। প্রথম ম্যাচের মতো ছন্নছাড়া হয়নি। তাতেও ৮-০ গোলের জয় নিয়ে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব করেছে বিকেএসপিই।

ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

তাতে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন অর্পিতা পাল। তবে চমক ছিল সেরা খেলোয়াড়ের পুরস্কারে। কিশোরগঞ্জকে ফাইনালে তোলার পথে ১১ গোল করা ফারদিয়া আক্তার রাত্রি হয়েছেন সেই সেরা খেলোয়াড়। আসরে তৃতীয় হয়েছে যশোর।
গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীকে হারিয়েছে তারা ৪-০ গোলে। জেলা দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল যথেষ্টই। কিন্তু বিকেএসপির সঙ্গে হয়েছে অসম লড়াই।

মন্তব্য

জুয়ার বিজ্ঞাপনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
জুয়ার বিজ্ঞাপনে সাকিব

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশেও ফেরেননি তিনি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ