চোটকে বুড়ো আঙুল দেখিয়ে কোয়ার্টার ফাইনালে সময়ের সেরা কার্লোস আলকারাজকে হারান নোভাক জোকোভিচ। কিন্তু সেমিফাইনালে এসে আর চোটের সঙ্গে পেরে উঠলেন না। প্রথম সেটের পরই বলে দেন, ‘আমি আর পারছি না।’ বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের ব্যথা নিয়ে মেলবোর্নের রড লেভার অ্যারেনা ছাড়েন ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।
সেই চোট ছিটকে দিল জোকোভিচকে
- মেয়েদের ফাইনাল আজ

৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এবার আসরের শুরু থেকেই বোঝা গিয়েছিল। তাঁকে কখনো দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনো কোর্টেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু এক দিনও ম্যাচ ছাড়তে হয়নি।
১০ বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জোকোভিচের সঙ্গে এক ঘণ্টা ২১ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেট ৭-৬ (৭/৫) গেমে জিতে নেন জভেরভ।
আগামীকাল ফাইনালে জভেরভের সামনে বাধা ইয়ানিক সিনার। মেয়েদের ফাইনালে আজ মুখোমুখি আরিনা সাবালেংকা ও ম্যাডিসন কিস। টানা তৃতীয় মুকুটের মিশনে নামছেন সাবালেংকা। এএফপি
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।