ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

সেই চোট ছিটকে দিল জোকোভিচকে

  • মেয়েদের ফাইনাল আজ
শেয়ার
সেই চোট ছিটকে দিল জোকোভিচকে

চোটকে বুড়ো আঙুল দেখিয়ে কোয়ার্টার ফাইনালে সময়ের সেরা কার্লোস আলকারাজকে হারান নোভাক জোকোভিচ। কিন্তু সেমিফাইনালে এসে আর চোটের সঙ্গে পেরে উঠলেন না। প্রথম সেটের পরই বলে দেন, আমি আর পারছি না। বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের ব্যথা নিয়ে মেলবোর্নের রড লেভার অ্যারেনা ছাড়েন ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।

তাতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে যান জার্মানির আলেকজান্ডার জভেরভ। 

৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এবার আসরের শুরু থেকেই বোঝা গিয়েছিল। তাঁকে কখনো দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনো কোর্টেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু এক দিনও ম্যাচ ছাড়তে হয়নি।

শ্বাসকষ্ট নিয়ে খেলেও ম্যাচ জিতেছিলেন। তবে শুক্রবার আর পারলেন না। বাধ্য হলেন ম্যাচ ছাড়তে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই জোকোভিচ বলেছেন, ২০২৩ সালেও আমার এই চোট ছিল।
এখন আমি প্রতিটা দিন ভেবে এগোতে চাই। দ্রুত সুস্থ হওয়াই আমার লক্ষ্য। অবশ্যই শারীরিক অবস্থা নিয়ে চিন্তা করতে হচ্ছে আমাকে। কিন্তু যদি আমি শারীরিকভাবে ঠিক থাকি, তাহলে মানসিকভাবেও ঠিক থাকব।

১০ বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জোকোভিচের সঙ্গে এক ঘণ্টা ২১ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেট ৭-৬ (৭/৫) গেমে জিতে নেন জভেরভ।

এরপরই খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন জোকোভিচ। ব্যাগ গুছিয়ে সার্বিয়ান তারকা যখন কোর্ট ছাড়ছিলেন, তখন গ্যালারিতে দুয়ো ভেসে আসছিল। মূলত খেলা শেষ না করে যাওয়ায় দর্শকরা দুয়ো দিয়েছে, যা ভালো লাগেনি জভেরভের, দেখুন, চোট নিয়ে কেউ মাঠ ছাড়লে তাকে দুয়ো দেবেন না। এটা ঠিক যে আপনারা অর্থ খরচ করে টিকিট কেটেছেন, কিন্তু জোকোভিচ ২০ বছর ধরে টেনিসকে নিজের সর্বোচ্চটা দিয়েছেন।

আগামীকাল ফাইনালে জভেরভের সামনে বাধা ইয়ানিক সিনার। মেয়েদের ফাইনালে আজ মুখোমুখি আরিনা সাবালেংকা ও ম্যাডিসন কিস। টানা তৃতীয় মুকুটের মিশনে নামছেন সাবালেংকা। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ