আরো এগিয়ে গেল লিভারপুল

শেয়ার
আরো এগিয়ে গেল লিভারপুল

শিরোপা পুনরুদ্ধার মিশনে দুর্বার গতিতে এগোচ্ছে লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভুলের সুযোগ কাজে লাগিয়ে লিগ শিরোপার আরো কাছে এগিয়ে গেলেন মোহামেদ সালাহরা। পরশু রাতে দুইয়ে থাকা আর্সেনাল পয়েন্ট হারানোর পর মাঠে নেমে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। তাতে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে এখন ১৩।

যদিও লিভারপুল এক ম্যাচ বেশি খেলেছে, তবে লিগের বাকি ১০ ম্যাচে বড় অঘটন না ঘটলে সালাহ-দিয়াসরাই যে শিরোপায় চুমু আঁকবেন তা বলাই যায়।

অ্যানফিল্ডে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই নিউক্যাসলকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। ১১ মিনিটেই লিড পায় লিভারপুল। লুইস দিয়াসের কাটব্যাকে অরক্ষিত দোমিনিক সোবোসলাই অনায়াসে জাল খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ম্যাক অ্যালিস্টার। নিষেধাজ্ঞার কারণে এদিন লিভারপুলের ডাগআউটে ছিলেন না কোচ আর্নে স্লট। নটিংহাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা রেসে অনেকটা পিছিয়ে পড়েছে আর্সেনাল। কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
চোট কাটিয়ে ফেরা আর্লিং হালান্ডের একমাত্র গোলে টটেনহামকে হারিয়ে জয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। খেলার ১২ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আসে হালান্ডের পা থেকে। ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটিজেনরা। জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপ্সউইচ টাউনকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।
২৭ ম্যাচে ৩৩ পয়েন্টে টেবিলের ১৪তম স্থানে রেড ডেভিলরা।

কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাওয়া এনদ্রিক ১৯ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন। সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ। এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ