শিরোপা খরা কাটিয়ে অবশেষে সাত দশকের অপেক্ষা ঘুচাল নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।
গতরাতের আগে ইংলিশ ফুটবলে ১৯৫৫ সালে সবশেষ শিরোপা জিতেছিল নিউক্যাসল। সেবার ঘরে তুলেছিল এফএ কাপ।
শিরোপা খরা কাটিয়ে অবশেষে সাত দশকের অপেক্ষা ঘুচাল নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।
গতরাতের আগে ইংলিশ ফুটবলে ১৯৫৫ সালে সবশেষ শিরোপা জিতেছিল নিউক্যাসল। সেবার ঘরে তুলেছিল এফএ কাপ।
ওয়েম্বলিতে প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল।
লিগ কাপের ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস গর্বিত কণ্ঠে বললেন, ‘আবারও আমরা চ্যাম্পিয়ন।’
এত এত অপেক্ষার পর ভক্তদের শিরোপা জয়ের যে স্বাদ তা অনুভব করতে পারছেন নিউক্যাসল অধিনায়ক।
মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুল গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর লিগ কাপও হারাল নিউক্যালের কাছে। লিভারপুলের কাছে এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগের শিরোপা–স্বপ্ন।
সম্পর্কিত খবর
সাবেক কিংবা বর্তমান যেকোনো ফুটবলার মারা গেলে সাধারণত তার স্মরণে নীরবতা পালন করে ক্লাবগুলো। বুলগেরিয়ার ক্লাব আর্দা কারজালিও নিয়মের ব্যতয় ঘটায়নি। নিয়ম অনুযায়ী তারাও ম্যাচ শুরুর আগে সাবেক খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করে।
নীরবতায় যোগ দেয় আর্দা কারজালির প্রতিপক্ষ লেভস্কি সোফিয়ার ফুটবলাররাসহ ম্যাচ দেখতে আসা দর্শকরাও।
মারা যাননি, গানচেভ এখনো বেঁচে আছেন। এমন সংবাদ শোনার পর দ্রুতই নিজেদের ভুল শোধরাতে ক্ষমা চায় আর্দা কারজালি।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দেখা হওয়ার কথা ছিল দুই বন্ধু নেইমার ও লিওনেল মেসির। তবে চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। এবার বন্ধুর মতোই আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন মেসিও।
চোটের কারণে মেসিকে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা।
গতকাল আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি।
মেসির মতোই চোটের কারণে আর্জেন্টিনার ২৫ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালা ও গঞ্জালো মন্তিয়েলের। দুজনের সঙ্গে ঠাঁই হয়নি মিডফিল্ডার জিওভানি লো সেলসোরও। ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।
আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেস (পিএসভি), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লাঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), এনজো ফের্নান্দেস (চেলসি), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল প্যালাসিও (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), মাক্সিমো পেরোন (কোমো), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), বেনঞ্জামিন দমিনগেস (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (লিঁও), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস (জুভেন্টাস), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া)।
বৃষ্টি দিয়েছিল বাগড়া। নির্ধারিত সময়ে হয়নি টস। খেলার পরিধিও আসে কমে। কুড়ি কুড়ির লড়াই ১৫ ওভারে নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি পাকিস্তানের।
ডানেডিনে টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।
সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা। ইনিংস এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানের নতুন এই অধিনায়ক। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স।
শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান।
হাভিয়ের কাবরেরাই খুঁজে বের করেছিলেন তাকে। দল ঘোষণার দিন ফাহমিদুল ইসলামকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন স্প্যানিশ এই কোচ। কিন্তু সৌদি আরবের ক্যাম্প শেষ করে দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহমিদ। ফিরে গেছেন ইতালিতে।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সেই দলের সঙ্গে নেই ফাহমিদ। তার না থাকা নিয়ে ম্যানেজার আমের খান বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না।
এতেই বোঝা যাচ্ছে, কোচের মন জয় করতে পারেননি ১৮ বছরের এই তরুণ। তার কোনো রকম চোট সমস্যা নেই, ইনজুরিতেও পড়েনি। সবশেষে অনুশীলনেও ছিলেন। তারপরও তিনি দলের সঙ্গে আসেননি।
গত ১০ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন ফাহমিদ। দলের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। ফাহমিদের বেড়ে ওঠা ইতালিতে। এখন তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে।