শিরোপা খরা কাটিয়ে অবশেষে সাত দশকের অপেক্ষা ঘুচাল নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।
গতরাতের আগে ইংলিশ ফুটবলে ১৯৫৫ সালে সবশেষ শিরোপা জিতেছিল নিউক্যাসল। সেবার ঘরে তুলেছিল এফএ কাপ।
শিরোপা খরা কাটিয়ে অবশেষে সাত দশকের অপেক্ষা ঘুচাল নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।
গতরাতের আগে ইংলিশ ফুটবলে ১৯৫৫ সালে সবশেষ শিরোপা জিতেছিল নিউক্যাসল। সেবার ঘরে তুলেছিল এফএ কাপ।
ওয়েম্বলিতে প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল।
লিগ কাপের ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস গর্বিত কণ্ঠে বললেন, ‘আবারও আমরা চ্যাম্পিয়ন।’
এত এত অপেক্ষার পর ভক্তদের শিরোপা জয়ের যে স্বাদ তা অনুভব করতে পারছেন নিউক্যাসল অধিনায়ক।
মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুল গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর লিগ কাপও হারাল নিউক্যালের কাছে। লিভারপুলের কাছে এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগের শিরোপা–স্বপ্ন।
সম্পর্কিত খবর
বিরল এক রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। যেকোনো পর্যায়ে যেকোনো সংস্করণে ৪০০ রানের ইনিংস খেলার রেকর্ড নেই বাংলাদেশের কোনো ব্যাটার। সেই আক্ষেপ এবার ঘুচিয়েছেন মুস্তাকিম।
স্কুল ক্রিকেটে কোয়াড্রপল হাঁকিয়েছেন মুস্তাকিম।
মুস্তাকিমের ৪০০ রানের রেকর্ডের দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন পারভেজ। তাদের তাণ্ডবের দিনে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরিস।
দেশের ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৩৩৪ রানের।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করেই হ্যাটট্রিক সুখবর পান ওয়াদিফা আহমেদ। শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন তো হয়েছেনই সঙ্গে আরো দুটি সুসংবাদ পেয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন ওয়াদিফা। সঙ্গে আগামী মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও পেয়েছেন দশম শ্রেণিরর ছাত্রী।
নিয়ম অনুযায়ী, মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে ২২০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন হয়। তবে এশিয়ান জোনাল কিংবা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টারের কেউ চ্যাম্পিয়ন হলে তখন সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাওয়া যায়। তখন নর্ম পূরণের শর্ত তো থাকেই না সঙ্গে রেটিং ২২০০ থেকে কমে ২০০০ হয়ে যায়।
ওয়াদিফার আগেই বাংলাদেশের আরো তিনজন আন্তর্জাতিক মহিলা মাস্টার হয়েছেন। সেই তিনজনের প্রথমজন রানী হামিদের সঙ্গে আজ ড্র করে তার পাশে বসার সুযোগ পেয়েছেন ওয়াদিফা। আর বাকি দুজন হচ্ছেন শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।
রেকর্ড গড়তে সবাই ভালোবাসেন। তবে বিব্রতকর রেকর্ডে কেউই চান না নিজের নাম দেখতে। নিশ্চয়ই তাসকিন আহমেদও চাননি। তবে না চাইলেও আজ বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশি পেসার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তাসকিন। সেঞ্চুরি অবশ্য ব্যাটিংয়ে নয়, বোলিংয়ে করেছেন তিনি। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০৭ রানে দিয়ে বিব্রতকর রেকর্ড গড়েছেন তিনি। বোলিং কোটা পূরণ করে ৩ উইকেট পেলেও বাংলাদেশের আর কোনো বোলার মোহামেডানের পেসারের চেয়ে বেশি রান দেননি।
আগের রেকর্ডটি ছিল যৌথভাবে দুই পেসারের দখলে। তারা হচ্ছেন শাহাদাত হোসেন ও ইকবাল হোসেন। দুজনই ১০৪ রান খরচ করেছিলেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত দিলেও গত বছর ডিপিএলে তার পাশে বসেন ইকবাল।
তাসকিনের এমন বিব্রতকর রেকর্ডদের দিনে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। গাজী গ্রুপের অধিনায়ক খেলেছেন ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ৪ ছক্কায়।
সৌদি আরবের ক্যাম্প শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও ফাহমিদুল ইসলাম আসেননি। আসলে আসেননি না বলে তাকে নিয়ে আসা হয়নি বলাটাই যেন শ্রেয়। কারণ, ইতালিয়ান প্রবাসী ফরোয়ার্ডকে দলে রাখা হবে না বলেই তাকে আনা হয়নি।
সৌদি থেকে তাই ইতালিতেই পাঠানো হয়েছে ফাহমিদুলকে।
ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই।
ফাহমিদুলকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টচার্য। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।
গতকাল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে দেশে এসেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডারকে ঘিরে দেশের ফুটবলে এক রকম আনন্দের জোয়ার ভেসেছে। তাকে বরণ করে নিতে সিলেটের ওসমানী আন্তুর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে তার বাড়ি হবিগঞ্জে মানুষের ঢল নেমেছে। তাকে দেখার জন্য মানুষের এমন উন্মাদনার মতোই ২৭ বছর বয়সী তারকার সঙ্গে অনুশীলন করতে জাতীয় দলের ফুটবলাররা মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন কাবরেরা।
এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজাকে নিয়ে কাবরেরা বলেছেন, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রতি সপ্তাহেই তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা এক সঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব। আগের যে কোনো সময়ের চেয়ে দল এখন শক্তিশালী। হামজা আসায় আমাদের স্পিরিট অবশ্যই বেড়েছে।’
ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটির জন্য এখন পর্যন্ত বাফুফে চূড়ান্ত দল ঘোষণা না করলেও ফাহমিদুল যে থাকছেন না, সেটা আর না বললেও চলে। অন্যদিকে আজ রাতে টিম হোটেলে যোগ দিতে হবিগঞ্জ থেকে ঢাকায় আসার কথা হামজার।